মাওলানা, ধ্বংস হয়ে যাওয়ার পর কোন জাতির পুনরুত্থান হয়েছে এমন কোন প্রমাণ কি ইতিহাস থেকে পাওয়া যায়? যদি উত্তর নেতিবাচক হয়, তাহলে মুসলিম জাতির অধঃপতনের পর পুনরুত্থানের আশা করা কি বাস্তবসম্মত?
মাওলানা বলেন, আমরা মুসলমানদেরকে শুধুমাত্র একটি জাতি মনে করি বিধায় এই প্রশ্নের উদ্রেক হয়। অথচ মুসলমান শুধু একটি জাতি নয়। ইসলাম একটি আদর্শ এবং একটি আন্দোলন যার পতাকাবাহী হিসেবে অতীতেও তাদের উত্থান হয়েছে। এখনো এদের উত্থান সম্ভব। যদি তারা শুধুমাত্র একটি জাতি হয়েই থেকে যায়, তা হলে নিসন্দেহে তাদের পুনরুত্থানের কোন সম্ভাবনা আর নেই। কিন্তু তারা যদি ইসলামের মতো একটি বিপ্লবী আন্দোলনের কর্মী হিসেবে উঠে দাঁড়ায় তাহলে সারা বিশ্বে ছড়িয়ে পড়ার ব্যাপারে কোন সন্দেহ নেই। আগাগোড়া একটি শয়তানী মতবাদ হওয়া সত্ত্বেও কমিউনিজম যখন একটি চিন্তাধারা হিসেবে দুনিয়ায় বিস্তার লাভ করছে তখন সরাসরি আল্লাহ প্রদত্ত একটি সত্য আদর্শ এবং ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা কি কারণে সম্প্রসারিত হবে না। মুসলমানরা যদি এটাকে একটি আন্দোলন হিসেবে গ্রহণ করে নেয়, তাহলে দুনিয়াতে এর সফলতার যথেষ্ট উজ্জল সম্ভাবনা রয়েছে।