দ্বিতীয়ত, সকলকে পর্যালোচনা করে দেখতে হবে যে, সামষ্টিক স্বার্থ দ্বারা আপনারা কি পরিমাণ প্রভাবিত হচ্ছেন। এক্ষেত্রে আপনি নিজেকে Underestimate-করবেন না, Overestimate-ও করবেন না। বরং দুষিত সামাজিক পরিবেশ আপনাকে কতটুকু প্রভাবিত করছে, তা সঠিকভাবে নির্ণয় করুন। অতপর নিজেদের ভেতর থেকে দুষিত অংশটুকু বের করার জন্য যথাসাধ্য চেষ্টা করুন। যদি আপনাদের সংগঠনে সহানুভূতি সহকারে পরস্পরের খোঁজ খবর নেয়ার (ছিদ্রান্বেষণ নয়) উদ্যোগ থাকে, তা হলে. আপনারা নিজেদের বন্ধু-বান্ধবদের দুর্বলতাগুলো ধরিয়ে দেবেন। আর এভাবেই প্রত্যেকেই একে অপরের সংশোধন করতে পারবেন।
তৃতীয় জরুরী বিষয়টি হচ্ছে, আপনাদের মধ্যে দৃঢ় ইচ্ছা শক্তি বর্তমান থাকা প্রয়োজন। আমার মতে দৃঢ় ইচ্ছা শক্তি হলো, আপনারা সংকোচ ও দুর্বলতা মুক্ত থাকবেন। আপনার সাথে সম্পর্ক আছে এমন ব্যক্তিদের উপর প্রভাব বিস্তার করার চেষ্টা করবেন। এভাবে এক এক করে যদি এদিকে আকৃষ্ট হতে থাকে, তাহলেই আপনাদের সামাজিক দায়িত্ব ও কর্তব্য পালিত হবে।