ছাত্রসংসদ রাজনীতি

মাওলানা বলেন,

অত্যন্ত পরিতাপের সাথে বলতে হচ্ছে যে, আমাদের শিক্ষা-প্রতিষ্ঠানসমূহের ছাত্ররাজনীতি জাতীয় রাজনীতিরই প্রতিচ্ছবিতে পরিণত হয়ে পড়েছে। আমার পরামর্শ হচ্ছে, আপনারা সন্ত্রাসী ও উশৃংখল ছাত্রদের সাথী হবেন না। বরং আপনারা তাদের সাথী হবেন, যারা সবচেয়ে বেশী কর্মঠ, বুদ্ধিমান এবং ভদ্র। কখনো কখনো শিক্ষা প্রতিষ্ঠানসমূহে এমন পরিস্থিতির উদ্ভব হয়, যা কেবল ছাত্রদের কাছে অসহাই নয়, বরং মূলতই খারাব। আমার ধারণা, পরিস্থিতির পরিবর্তনের জন্য নিয়মতান্ত্রিক চেষ্টা চালানো হলে, ভদ্রতা আর নিয়মতান্ত্রিকতার মোকাবিলা কেউ দীর্ঘক্ষণ করতে পারে না। পরিস্থিতি খারাব হয় তখন, যখন অন্যায় দিয়ে অন্যায় দূর করার চেষ্টা চালানো হয়। সর্বদা ন্যায় দিয়ে অন্যায়কে প্রতিহত করার চেষ্টা করবেন। জীবনের সংশোধন এভাবেই করা সম্ভব। শিক্ষা ব‍্যবস্থার ত্রুটি সংশোধনের জন্য আপনারা চেষ্টা করবেন, তাতে আমি আপনাদেরকে নিষেধ করি না। এসব সংশোধন করা আপনাদের কর্তব্য। তবে আমি কেবল এটাই বলতে চাই যে, আপনাদের পদ্ধতি হবে যুক্তিযুক্ত, সুশৃঙ্খল ও ভদ্রজনোচিত। এভাবেই আপনারা আপনাদের পারিপার্শিক প্রতিটি অন্যায়ের অবসানের চেষ্টা করুন।

 

তথ্যসূত্রঃ ১৯৫০ সালের ২৫ এবং ২৬ নভেম্বর লাহোরে অনুষ্ঠিত ইসলামী জমিয়তে তালাবার তৃতীয় বার্ষিক সম্মেলনে প্রশ্নোত্তরের আসরে মাওলানা মওদূদী ছাত্রদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।