সশস্ত্র ও গোপন আন্দোলন থেকে বিরত থাকা




এ ব্যাপারে ইসলামী আন্দোলনের কর্মীদের প্রতি আমার সর্বশেষ উপদেশ এই যে, কোন গোপন আন্দোলন কিংবা কেবল সংস্কার আন্দোলনের মাধ্যমে ইসলামী বিপ্লব সৃষ্টির চেষ্টা করা তাদের উচিত নয়। কারণ, এটিও অধৈর্য ও তাড়াহুড়ারই পরিচায়ক এবং পরিণতির দিক দিয়ে অন্যান্য ধরনের আন্দোলনের চেয়ে তুলনামূলকভাবে ক্ষতিকর। 


কোন সঠিক ও সুষ্ঠু বিপ্লব কেবল গণ- আন্দোলনের মাধ্যমেই সূচিত হতে পারে। প্রকাশ্যে সাধারণ লোকদের মধ্যে নিজেদের দাওয়াত প্রসারিত করুন, ব্যাপকভাবে চিন্তাধারার পরিশুদ্ধি অভিযান চালান, নৈতিক হাতিয়ারের সাহায্যে মানুষকে বিমোহিত করুন এবং এ প্রচেষ্টা ব্যাপদেশে যেসব বিপদ-মুসিবত ও প্রতিবন্ধকতা সামনে আসে পূর্ণ সাহসিকতার সাথে তার মুকাবিলা করুন। এমনিভাবে ধীরে ধীরে যে বিপ্লবের সূচনা হবে তার বুনিয়াদ এত মযবুত ও শক্তিশালী হবে যে, বিরোধী শক্তি এর মুকাবিলা করতে কখনো সক্ষম হবে না। তাড়াহুড়া বা কৃত্রিম উপায়ে কোন বিপ্লব যদি সূচিত হয়ও তবে তা যে পথে আসবে আবার সে পথে তাকে নিশ্চিহ্ন করে দেয়াও সহজ হবে।




এটিই আমার হেদায়াত। ইসলামী আন্দোলনের জন্যে কাজ করতে ইচ্ছুক কর্মীদের নিকট আমি এটি পেশ করলাম। আল্লাহ তায়ালার নিকট প্রার্থনা এই যে, তিনি আমাদের সকলকে পথপ্রদর্শন করুন এবং তাঁর দ্বীনে হককে সমুন্নত করার জন্যে অকৃত্রিম পন্থায় সংগ্রাম করার তাওফীক দান করুন। আমীন।