মাওলানা, রাজনীতিতে ছাত্রদের অংশ নেয়া উচিত কি অনুচিত?

 



মাওলানা বলেন,
রাজনীতির খেলা থেকে ছাত্রদের দূরে থাকা দরকার, যদিও নিজের দেশের রাজনৈতিক পরিস্থিতির ব্যাপারে ছাত্রদের আগ্রহ থাকা বাঞ্ছনীয়। রাজনৈতিক সমস্যা সমাধানের ব্যাপারে ছাত্রদের নিজস্ব মতামত থাকতে হবে; ভবিষ্যৎ কর্মজীবনের জন্য নিজেদেরকে প্রস্তুত করতে হবে। কিন্তু প্রত্যক্ষ রাজনীতিতে জড়িয়ে পড়া তাদের উচিত নয়। অবশ্য যদি কখনো কোন পরিস্থিতিতে জাতির সকল জাতীয় শক্তিকে একই লক্ষ্যে ঐক্যবদ্ধ করা অপরিহার্য হয়ে পড়ে, সে মুহূর্তে সর্বশেষ পর্যায়ে ছাত্রদেরকেও রাজনীতিতে অংশগ্রহণ করতে হবে।