মাওলানা বলেন, ইসলাম মাথা ঢেকে রাখারও নির্দেশ দেয়নি খুলে রাখারও নির্দেশ দেয়নি। অতএব, কেউ মাথা ঢেকে চলাফেরা করলেও আপত্তি নেই, উন্মুক্ত মাথায় চলাফেরা করলেও কোন দোষ নেই। কিন্তু আমাদের সমাজে একটি অতিপুরাতন জাতীয় রীতি চালু রয়েছে, যা উন্মুক্ত মাথায় চলাফেরার অনুমতি আমাদেরকে দেয় না।
১৯২৯ সালে আমি যখন দিল্লী ত্যাগ করি তখন ভদ্র পরিবারের সাথে সংশ্লিষ্ট এমন ব্যক্তি ছিল না, যে উন্মুক্ত মাথায় চলাফেরা করতো। কিন্তু ১৯৩৭ সালে যখন পুনরায় আমি দিল্লী গেলাম, তখন যুবকদের প্রায় সকলেই উন্মুক্ত মাথায় চলতে অভ্যস্ত হয়ে পড়েছে। বিগত বিশ বছরের এই পরিবর্তন বাস্তবে আমাদের জাতীয় ঐতিহ্যের সাথে আদৌ সামঞ্জস্য পূর্ণ নয়।
নামায সম্পর্কে আমার দ্ব্যর্থহীন অভিমত এই যে, জেনে-শুনে উন্মুক্ত মাথায় নামায পড়া ঠিক নয়। কারণ এটা নামাযের পরিপূর্ণতা ও সৌন্দর্য বিরোধী। কুরআনে বলা হয়েছে, یٰبَنِیۡۤ اٰدَمَ خُذُوۡا زِیۡنَتَكُمۡ عِنۡدَ كُلِّ مَسۡجِدٍ পরিপূর্ণ সৌন্দর্য সহকারে নামায আদায় কর। (সূরা আরাফ: ৩১) আর এই সৌন্দর্য্যের মধ্যে মাথার পরিধেয়ও অন্তর্ভুক্ত।
অন্যত্র মাওলানায় বলেন, নামাযে মাথা ঢাকার ব্যাপারে কোনো অকাট্য হুকুম নেই। হাদীসে এব্যাপারে স্পষ্ট কোনো কথা পাওয়া যায়না। কিন্তু অপরদিকে নবী করীম (সাঃ) এবং সাহাবায়ে কিরাম (রাঃ) কখনো খালি মাথায় নামায পড়েছেন বলে জানা যায়না। এব্যাপারে মধ্যমপন্থা হচ্ছে মানুষের উচিত খালি মাথায় নামায না পড়া। কিন্তু কেউ যদি খালি মাথায় নামায পড়ে তবে তার বিরুদ্ধে কঠোরতা অবলম্বন না করা।