মুসলমানের উপর আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্ব অর্পিত হয়েছে, সে দায়িত্ব পালন করে যাওয়াটাই তার জন্যে সফলতা। ইসলামকে বিজয়ী করে দিতে হবে এটার তার দায়িত্ব নয়। তার দায়িত্ব হলো এজন্যে আপ্রাণ চেষ্টা সংগ্রাম চালিয়ে যাওয়া। আপ্রাণ চেষ্টা সংগ্রাম চালিয়ে যাবার পর ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত না হলেও তারা আল্লাহর সন্তুষ্টি অবশ্যি লাভ করবে। আর এটাইতো প্রকৃত বিজয় ও সাফল্য। প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাওয়া সত্ত্বেও যদি আপনার হাতে ইসলাম বিজয় না হয়, তবে এর জন্যে আপনাকে জবাবদিহি করতে হবেনা। বিজয়ের কোনো সম্ভাবনা দেখা যায়না বলে ঘরে বসে পড়া সম্পূর্ণ কাপুরুষতা এবং ঈমানের দাবির খেলাফ।
যেকোনো মূল্যে ইসলামকে বিজয়ী করতে হবে, এমন দায়িত্ব আল্লাহ তা'য়ালা স্বয়ং রসূলুল্লাহর সা. প্রতিও অর্পণ করেননি। বরঞ্চ বার বার তাঁকে বলেছেন, রিসালাতের দায়িত্ব পালন করাটাই আপনার দায়িত্ব। বলা হয়েছে 'বাল্লিগ' তুমি পৌঁছে দাও। তারা যদি না মানে, তবে তাতে তোমার কোনো দোষ নেই। 'ওয়ামা আলাইকা আন্ ইয়ায্যাক্কা' - তারা পরিশুদ্ধ না হলে, তাতে তোমার কোনো দায়দায়িত্ব নেই।