মাওলানা, ইসলামী রাষ্ট্রে সংখ্যালঘুরা কতটুকু নিরাপত্তা লাভ করবে? ভারতের শুদ্রদের যে অবস্থা পাকিস্তানে ইসলামী রাষ্ট্র হলে, এখানকার খৃষ্টানদেরও কি সে অবস্থা হবে?


মাওলানা বলেন,  এদেশের বয়স কয়েক দশক হয়েছে। কেউ বলতে পারবে কি এখানে খৃষ্টান এবং অন্যান্য সংখ্যালঘুদের সাথে ঠিক সে আচরণ করা হয়েছে, যেমনটি করা হচ্ছে ভারতে? এখানে যদিও মুসলমানদের সরকার রয়েছে, কিন্তু সত্যিকার অর্থে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত নেই। তারপরও সংখ্যালঘুদের ব্যাপারে ভারতের তুলনায় এখানকার অবস্থা এতোটা সুন্দর। এবার দেখুন আমাদের বিকৃত মুসলমানদের মনও ভারতের বড় বড় নেতাদের তুলনায় কতোটা উদার। আর সত্যিকার অর্থে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে সংখ্যালঘুদের সাথে যে উন্নত উদার আচরণ করা হবে, তার দৃষ্টান্ত বর্তমান বিশ্বে নেই।



মুসলমানরা স্পেনে আটশ' বছর শাসন করেছে। এদীর্ঘ সময়কালের মধ্যে মুসলমানদের পক্ষ থেকে তাদের উপর গণহত্যাও চালানো হয়নি আর কোনো প্রকার বিধিনিষেধও আরোপ করা হয়নি। সেখানে মুসলমানরা তাদের প্রতি এতোটা উ
দারতা দেখিয়েছে যে, খৃষ্টান পাদ্রীরা মুসলমান আলেমদের নিকট ইঞ্জিল পড়তে আসতো। খৃষ্টান নাগরিকরা পরস্পরের নিকট আরবী ভাষায় চিঠিপত্র লিখতে ভালবাসতো। কিন্তু সেখানে খৃষ্টানরা পুনরায় যখন ক্ষমতা দখল করে, তখন মুসলমানদের উপর এমন জঘন্য গণহত্যা পরিচালনা করে যে, এক সময় সেখানে একজন মুসলমানও আর অবশিষ্ট রাখেনি। জেনারেল ফ্রাঙ্কো ক্ষমতায় আসার আগে কোনো অস্পেনী মুসলমানের সেখানে এক বছরের অধিক অবস্থানের অনুমতি ছিলোনা।