ইসলামী আন্দোলনের ঐক্য


মাওলানা, মুসলিম বিশ্বের সকল ইসলামী আন্দোলন ঐক্যবদ্ধ করার চেষ্টা হয় না কেন?

মাওলানা বলেন, দুর্ভাগ্যের বিষয়, বর্তমানে সকল মুসলিম দেশে জাতীয়তাবাদের (Nationalism) তোড় জোর চলছে। ফলে এটা সম্ভব নয়। সকল মুসলিম রাষ্ট্র প্রধানরা নিজ নিজ দেশের ইসলামী আন্দোলনের কম-বেশী বিরোধিতা করছেন। এ অবস্থায় তারা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের ক্ষতি করার চেষ্টা করবে। তাই বর্তমান সময়ে ইসলামী সংগঠনগুলো সঠিক পন্থায় কাজ করতে থাকুক এবং একে অপরের প্রতি ওয়াকিফহাল ও সহানুভূতিশীল থাকুক এটুকুই যথেষ্ট।